রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রীতে নির্মাণাধীন ৬তলা ভবনের ছাদ থেকে পড়ে মতিউর রহমান (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) দুপুর ১টায় কাজ করার সময় ভবন থেকে নিচে পড়ে যান মতিউর রহমান। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আগেই মৃত্যু হয়েছে বলে জানান।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফেরদৌস ঢাকা পোস্টকে বলেন, আমরা জানতে পারি ৬তলা একটি ভবন থেকে একজন পড়ে গেছেন। পরে তাকে আমরা বিকেল ৫টায় ঢামেকে নিয়ে আসি। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জানা যায়, মতিউর রহমান নির্মাণাধীন ভবনেই থাকতেন। তিনি গাইবান্ধা জেলার সাঘাটা থানার বগমানপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, খিলগাঁও থানা এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। খিলগাঁও থানা পুলিশ ওই ব্যক্তিকে ঢামেকে নিয়ে এসেছিল। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জেডএস