দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে চার হাজার মিটার ঘের জাল জব্দ করেছে হাটহাজারী  উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত নদীর হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট থেকে শুরু করে ছিপাতলী ইউনিয়ন পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. বি. এম. মশিউজ্জামান। তিনি বলেন, অবৈধভাবে মাছ শিকার করায় জাল জব্দের পাশাপাশি জাল বসানোর বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। হালদায় মা মাছ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

আইডিএফ ও পিকেএসএফের কর্মকর্তা এবং উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ অভিযানে সহায়তা করেন।

এমআর/কেএ