চট্টগ্রামে আ.লীগ নেতা হত্যা মামলায় ২ আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় আওয়ামী লীগ নেতা মো. হোসেন মান্না হত্যা মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্পর্কে তারা বাবা-ছেলে। তার হলেন বাবা জসিম উদ্দিন ও তার ছেলে মোহাম্মদ রাহাত।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) স্পিনা রানি প্রামাণিক।
বিজ্ঞাপন
তিনি বলেন, গত রোববার (১০ সেপ্টেম্বর) দুুপুরে পাহাড়তলী থানার সরাইপাড়া এবতেদায়ি মাদ্রাসার সামনে পুকুরপাড়ে মো. হোসেন মান্নাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলার দুই আসামিকে কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার দিন (রোববার) ভুক্তভোগীর স্ত্রী খালেদা আক্তার বাদী হয়ে পাহাড়তলী থানায় একটি হত্যা মামলা করেন। এতে গ্রেপ্তার মো. হোসেন ও তার ছেলে মোহাম্মদ রাহাতসহ মোট ৮ জনকে আসামি করা হয়।
বিজ্ঞাপন
জানা গেছে, গত ২ জুন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আফছারুল আমীনের মৃত্যু হয়। এরপর ৩০ জুলাই সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সময় টাকা ভাগবাটোয়ারা নিয়ে হোসেনের সঙ্গে তার বন্ধু জসিমের মধ্যে শত্রুতা তৈরি হয়। এর জের ধরে গত রোববার উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হোসেনকে প্রতিপক্ষের লোকজন ছুরিকাঘাত করে হত্যা করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যার শিকার মো. হোসেন সরাইপাড়া আব্দুস সালাম দফাদার বাড়ির মৃত নুরু মিয়ার ছেলে। তিনি নগরের ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়া অভিযুক্ত জসিম উদ্দিন সরাইপাড়া ইউনিট আওয়ামী লীগের সহ-সভাপতি।
এমআর/জেডএস