কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌ ও বিমানবাহিনী
মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তায় এবার যোগ দিয়েছে নৌবাহিনী ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিজ্ঞাপন
এর আগে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া বিজিবি, পুলিশ, র্যাব সদস্যরাও রয়েছেন।
বিজ্ঞাপন
এদিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের সবশেষ তথ্য অনুযায়ী, এখনো কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ১৭টি ইউনিট কাজ করছে। আগুনের মাত্রা কিছুটা কমলেও তা এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। মার্কেটের ভেতরে প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলী রয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর পৌনে ৪টার দিকে কৃষি মার্কেটে আগুন লাগে। যা সাড়ে ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন ঢাকা পোস্টকে জানান, রাত পৌনে ৪টায় আগুনের সংবাদ পেয়েই ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ৩টা ৫২ মিনিটে।
এমএসি/জেডএস