ছবিতে কৃষি মার্কেটের আগুন
ভয়াবহ আগুনে পুড়েছে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট। ৫ ঘণ্টার বেশি সময় ধরে আগুনে পুড়েছে মার্কেটের কয়েকশ দোকানপাট। নিঃস্ব হয়ে আহাজারি করছেন ব্যবসায়ীরা।
বিজ্ঞাপন
ভোরে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে একে একে ছুটে আসে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। তবে পানির স্বল্পতা ও উৎসুক জনতার ভিড়ের কারণে আগুন নেভাতে তাদের বেশ বেগ পেতে হয়।
বিজ্ঞাপন
সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে তাদের সহযোগিতা করেছে বিজিবি, পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও নৌবাহিনী।
ফায়ার সার্ভিস বলছে, মোহাম্মদপুর কৃষি মার্কেটে কোনো ফায়ার সেফটি ছিল না। প্রাথমিক ফায়ার ফাইটিংয়ের কোনো ব্যবস্থাই ছিল না। ফুটপাত ও সড়কে দোকান থাকায় ও মানুষের কারণে আগুন নিয়ন্ত্রণে সমস্যা হয়েছে। পানির পর্যাপ্ত ব্যবস্থাও ছিল না।
জেডএস