দুই প্রকৌশলীকে বদলি করল দক্ষিণ সিটি
জনস্বার্থের কথা উল্লেখ করে দুই প্রকৌশলীকে বদলি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসি সচিব আকরামুজ্জামান একটি দপ্তর আদেশ জারি করে এ দুই প্রকৌশলীকে তাদের বিভাগ থেকে ডিএসসিসির অন্য বিভাগে বদলি করেন।
বিজ্ঞাপন
ডিএসসিসি সচিব আকরামুজ্জামান জানান, জনস্বার্থে এই দুই প্রকৌশলীকে বদলি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ডিএসসিসির প্রধান প্রকৌশলী, সকল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সকল তত্ত্বাবধায়ক প্রকৌশলীদের এই দুই প্রকৌশলীকে বদলি করার দাপ্তরিক আদেশ ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, বদলি করা দুই প্রকৌশলীর মধ্যে অঞ্চল ৪ এর নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদকে অঞ্চল ৫ এ এবং নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয়কে ঢাকা সিটি নেইবারহুড আপগ্রেডিং প্রজেক্টের উপ প্রকল্প পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
বিজ্ঞাপন
এএসএস/এমএ