প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে নিয়োগবঞ্চিত শিক্ষক ফোরামের অবস্থান
শর্তহীনভাবে সরাসরি নিয়োগ কার্যকর করার দাবিতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে অবস্থান কর্মসূচি পালন করছে 'এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগবঞ্চিত শিক্ষক ফোরাম'।
সোমবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
বিজ্ঞাপন
কর্মসূচিতে সংগঠনটির সভাপতি নীলিমা রানি চক্রবর্তী বলেন, আমরা ১ থেকে ১২তম ব্যাচের সব নিয়োগবঞ্চিত নিবন্ধন সনদধারীদের শর্তহীনভাবে সরাসরি নিয়োগের দাবি জানাচ্ছি।
তিনি বলেন, এনটিআরসি-এ আমাদের ৩৫ ঊর্ধ্ব নিবন্ধনধারীদের বলেছে তাদের বয়স বেশি, যে কারণে তারা নিয়োগ পাবে না। তাহলে কোনো নিয়োগ পরীক্ষা নেওয়ার পাঁচ সাত বা দশ বছর পরে যদি নিয়োগ দেওয়া হয় সেই সময় গিয়ে যদি কোনো নিয়োগ প্রার্থীর বয়স বিবেচনা করা হয় তাহলে এই দায় নিয়োগ প্রার্থীর নাকি এনটিআরসিএ কর্তৃপক্ষের?
বিজ্ঞাপন
নীলিমা রানি বলেন, ২০১৮ সালের আগে যারা নিবন্ধন সনদ অর্জন করেছে তাদেরকে বিভিন্ন অপকৌশলে অর্থাৎ বয়সের অজুহাত, কম নম্বর, মেধা তালিকার সমন্বয়হীনতা ইত্যাদি অপকৌশলে নিয়োগবঞ্চিত করে রাখা হয়েছে। যার ফলে আমরা বুঝতে পারি এভাবে চলতে থাকলে কোনোদিনও আমাদের নিয়োগ পাওয়া সম্ভব হবে না। এই পরিপ্রেক্ষিতে আমরা দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন মহলে আমরা আমাদের অধিকারের কথা জানিয়েছি। আমাদের ন্যায়সংগত দাবির কথা জানিয়েছি, কিন্তু তাতে আমাদের কোনো সুফল আসেনি।
এমএম/জেডএস