সমাজকল্যাণ-কমিউনিটি সেন্টার পরিচালনায় ডিএসসিসির স্থায়ী কমিটি
নিজেদের আওতাধীন সকল সমাজকল্যাণ ও কমিউনিটি সেন্টার সঠিকভাবে পরিচালনা করতে ৯ সদস্যের স্থায়ী কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সোমবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
এর আগে ডিএসসিসির সচিব আকরামুজ্জামান একটি দপ্তর আদেশ জারি করে এ স্থায়ী কমিটি গঠন করেন।
সচিব আকরামুজ্জামান জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের ২১ করপোরেশন সভার সিদ্ধান্ত মোতাবেক সমাজ কল্যাণ ও কমিউনিটি সেন্টার বিষয়ক স্থায়ী কমিটি সেন্টার বিষয়ক স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। ডিএসসিসির সকল সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তারা এই কমিটিকে সার্বিক বিষয়ে সহযোগিতা করবেন।
বিজ্ঞাপন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, ৯ সদস্যের এই কমিটির সভাপতি ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হাসান আলো। বাকি সদস্যরা হলেন, ৫৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরে আলম, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান, নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইকবাল, ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রোকন উদ্দিন আহমেদ, ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন মজুমদার, সংরক্ষিত আসন ৩ এর কাউন্সিলর মিনু রাহমান, সংরক্ষিত আসন ২৩ এর কাউন্সিলর নিলুফা ইয়াছমিন এবং সংরক্ষিত আসন ২৫ এর কাউন্সিলর সাহিদা বেগম।
এএসএস/এসকেডি