পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা থেকে বাঁচতে জনসচেতনতা সৃষ্টির আহ্বান
পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা থেকে বাঁচতে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়েছে সবুজ আন্দোলন নামের পরিবেশবাদী একটি সংগঠন।
আজ (মঙ্গলবার) রাজধানীর কামরাঙ্গীরচরে পরিবেশ বিষয়ে শিশু-কিশোরদের মাঝে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজনে বক্তারা এ আহ্বান জানান।
বিজ্ঞাপন
তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। অতি বৃষ্টি অনাবৃষ্টির ফলে দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়। এই কারণে উপকূলীয় অঞ্চলের শিশুরা অনেকেই বাস্তুহারা হওয়ার ফলে তাদের ভবিষ্যৎ জীবন অনিশ্চিত হয়ে পড়ছে।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নত রাষ্ট্রগুলো কার্বন নিঃসরণ না কমালে আমাদের মতো ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলো বারবার ক্ষতিগ্রস্ত হবে। নিয়মিত প্রাকৃতিক বিপর্যয়ের ফলে উপকূলীয় অঞ্চলের জনগণ বাস্তুহারা হচ্ছে। নদী ভাঙনের ফলে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।
বিজ্ঞাপন
তারা আরও বলেন, বিভিন্ন সংগঠন শিশুদের মাঝে পরিবেশ বিষয়ক জনসচেতনতা তৈরিতে নিয়মিত কাজ করছে। তাদের কাজের পরিধি আরও বাড়ানোর পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে কাজ করতে হবে। শিশু-কিশোরদের মাঝে বেশি বেশি পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে হবে। পর্যায়ক্রমে সারা দেশে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ বিষয়ক প্রশিক্ষণ ও সাধারণ জ্ঞান ছড়িয়ে দিতে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিজিত শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বিষয়ক মূল্যবান বই বিতরণ করা হয়। সবুজ আন্দোলন কামরাঙ্গীরচর থানা শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সরদার, আয়োজিত আমিন একাডেমি স্কুলের সভাপতি হাজী মজিবুর রহমান, স্কুলের পরিচালক নাসির উদ্দিন, সহকারী পরিচালক এম এম মোস্তাফিজুর রহমান জামিল, সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য জামিল আহমেদ, লালবাগ থানা সমন্বয়কারী হিরা মনি প্রমুখ।
এএসএস/এনএফ