ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে ছিনতাইকারী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দেলোয়ার হোসেন (৩০) নামে এক যুবক নিহত ও আরেকজন আহত হওয়ার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই ছিনতাইকারীর নাম রফিকুল ইসলাম।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর দক্ষিণ খানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
বিজ্ঞাপন
এ ব্যাপারে উত্তর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম ঢাকা পোস্টকে বলেন, গতরাতে (মঙ্গলবার) উত্তরা ৭ নম্বর সেক্টরে বিএনএস সেন্টারের সামনে ছিনতাইকারীর কবলে পড়েন দুই ভাই দেলোয়ার হোসেন (৩০) ও আনোয়ার হোসেন (২৭)। সেসময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দেলোয়ার হোসেন মারা যান।
এ ঘটনায় আজ (বুধবার) বিকেলে নিহত দেলোয়ার হোসেনের বাবা আলাউদ্দিন মন্ডল বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়।
বিজ্ঞাপন
ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পরে সন্ধ্যায় উত্তরা দক্ষিণ খান এলাকা থেকে মামলার প্রধান আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) যাচাই করে ও গ্রেপ্তার রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদক ও ছিনতাইসহ একাধিক মামলার আসামি তিনি। এলাকায় রফিকুল পেশাদার ছিনতাইকারী হিসেবেই পরিচিত। তাকে আগামীকাল (বৃহস্পতিবার) আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এর আগে, গতকাল রাত সাড়ে ৩টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টারের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন দেলোয়ার হোসেন। সেসময় ছিনতাইকারীকে জাপটে ধরতে গেলে তার ছোট ভাই আনোয়ার হোসেনও আহত হন।
পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। আর আনোয়ারকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের বাড়ি ময়মনসিংহে।
জেইউ/কেএ