জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, শিশুদের বিকশিত হতে আনন্দময় পরিবেশ নিশ্চিত করা হয়েছে। যাতে আজকের শিশু আগামী দিনের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠতে পারে। শিশুদের হাতে বছরের প্রথম দিনেই বই তুলে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।

ফরহাদ হোসেন বলেন, শিশুদের জন্য সুন্দর ক্লাস রুমের ব্যবস্থা করা হয়েছে, আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে পরিচিত করতে ডিজিটাল ল্যাবের ব্যবস্থা করা হয়েছে। এসবই করা হচ্ছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিশুদের যোগ্য করে গড়ে গড়ে তোলার লক্ষ্য নিয়ে।

তিনি বলেন, শিশুদের সঠিক পাঠদান নিশ্চিত করতে প্রয়োজন মতো যোগ্য শিক্ষক সবার আগে দরকার। কিন্তু এটা আমাদের পর্যাপ্ত ছিল না। অনেক শিক্ষক ছিলেন, যারা মাসে ৫০০ টাকা বেতন পেতেন, মানবেতর জীবনযাপন করতেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্বে এসে সাড়ে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করার মধ্য দিয়ে শিক্ষকদের সম্মানের জায়গা তৈরি করেছেন বলেও জানান প্রতিমন্ত্রী।

ফরহাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে দেশের মানুষের মাথা উঁচু করেছেন, দেশকে সম্মানিত করেছেন। দেশের টাকায় দেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতু তৈরি করেছেন। শত বাধা পেরিয়ে লক্ষ্যে এগিয়ে যেতে শিশুদের এখান থেকে শিক্ষা নিতে হবে। এগিয়ে যাওয়ার সাহস অর্জন করতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত।

/এসএইচআর/এসএসএইচ/