বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য হিসেবে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা সচিব মো. খায়রুল ইসলামকে চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার।  

রোববার (১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, তার অভোগকৃত অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্যান্য প্রতিষ্ঠান সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে।

এক বছরের জন্য এই নিয়োগ পেয়েছেন তিনি। যোগদানের তারিখ থেকে চুক্তিভিত্তিক এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব থাকার সময় গত ২ জুলাই সচিব পদে পদোন্নতি পান খায়রুল ইসলাম। এরপর ১৫ জুলাই পিআরএলে যান তিনি।

এসএইচআর/কেএ