বিডার নির্বাহী সদস্য হলেন খাইরুল ইসলাম
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য হিসেবে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা সচিব মো. খায়রুল ইসলামকে চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে জানানো হয়, তার অভোগকৃত অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্যান্য প্রতিষ্ঠান সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে।
এক বছরের জন্য এই নিয়োগ পেয়েছেন তিনি। যোগদানের তারিখ থেকে চুক্তিভিত্তিক এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব থাকার সময় গত ২ জুলাই সচিব পদে পদোন্নতি পান খায়রুল ইসলাম। এরপর ১৫ জুলাই পিআরএলে যান তিনি।
এসএইচআর/কেএ