চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় নাসিমা বেগম হত্যাকাণ্ডে তার ঘাতক স্বামী আবুল হোসেন ওরফে লিটনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (১ অক্টোবর) ফেনীর সোনাগাজী উপজেলার রাঘবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবুল হোসেন ওই এলাকার হাফেজ আহম্মদের ছেলে। 

র‍্যাব জানায়, ভুক্তভোগী নাসিমা বেগম (২৬) বাগেরহাট জেলার সদর থানার মৌজারডাঙ্গা গ্রামের বাসিন্দা। ২০০৮ সালে তার সঙ্গে পার্শ্ববর্তী এলাকার কামরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের দুই বছর পর তাদের সংসারে একটি কন্যা সন্তান জন্ম হয়। এর ২ থেকে ৩ মাস পর বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। পরে ভুক্তভোগী তার কন্যা সন্তানকে নানার বাড়িতে রেখে চট্টগ্রাম নগরে একটি পোশাক কারখানায় চাকরি নেয়। এসময় তার সঙ্গে আবুল হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 

পরে ২০১৩ তাদের বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর ভুক্তভোগী জানতে পারেন তার স্বামী আবুল হোসেনের আরও এক স্ত্রী এবং ৭ বছরের কন্যা সন্তান রয়েছে। এ নিয়ে উভয়ের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে ২০১৪ সালে ২ এপ্রিল নগরের পাহাড়তলীর ৫ রোডের মো. ইসমাইল মজুমদারের বাড়ির ৬ষ্ঠ তালার ভাড়া বাসায় একটি ড্রাম থেকে ভুক্তভোগীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই সেলিম হোসেন বাদী হয়ে পাহাড়তলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, মামলার দায়েরের পর থেকে প্রায় ৯ বছর অভিযুক্ত আবুল হোসেন পলাতক ছিল। তাকে গ্রেপ্তারে নজরদারি চালায় র‍্যাব। রোববার ফেনীর সোনাগাজী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

এমআর/জেডএস