ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ
‘আকাশ গ্রুপে’র পাঁচ সদস্যসহ গ্রেপ্তার ২০
রাজধানীর পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে কিশোর গ্যাং ‘আকাশ গ্রুপে’র ৫ সদস্যসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম জানান, সম্প্রতি কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। তারা মাদকাসক্ত হওয়ায় মাদকের টাকা জোগাড় করার জন্য সংঘবদ্ধ হয়ে ডাকাতি, ছিনতাই ও চুরির মতো ঘটনা ঘটাচ্ছে। সম্প্রতি রাজধানীর বছিলা ও এর আশপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের দাপট বেড়ে যাওয়ায় জনমনে ত্রাস সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এসব অপরাধের অভিযোগে থানায় একাধিক জিডি ও মামলা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে র্যাব-২ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর ও ধানমন্ডি এলাকায় সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। বিশেষ অভিযান পরিচালনাকালে আদাবর থানাধীন শ্যামলী হাউজিং এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ‘আকাশ গ্রুপের’ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। পৃথক একটি অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে আরও ১৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, চাপাতি, ছুরি, চাকু, খুর ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ ও মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
এএসপি শিহাব করিম জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা জানায়, তারা একাধিক সংঘবদ্ধ কিশোর গ্যাং চক্রের সদস্য। রাজধানীর বিভিন্ন এলাকায় রাতের আধারে ফুটপাতের দোকান ও পথচারীদের দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে তাদের কাছে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, সেলফোনসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিত তারা। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।
জেইউ/এসকেডি