পাকস্থলীতে করে আনা হচ্ছিল ৫ হাজার পিস ইয়াবা, গ্রেপ্তার ২
অভিনব কায়দায় পাকস্থলীতে করে ইয়াবা পাচারকালে ৪ হাজার ৯৮০ পিস ইয়াবাসহ ‘ইয়াবা সম্রাট’ রাসেল ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তাররা হলেন— মাদক ব্যবসায়ী মো. রাসেল হোসেন (৩১) ও সহযোগী তরিকুল ইসলাম ওরফে তৌকির (২৩)।
বিজ্ঞাপন
জয়পুরহাট সদরের বাঁশকাটা গ্রামের আহমেদুর রহমানের ছেলে রাসেল। অন্যদিকে পটুয়াখালী বাউফল হোসনাবাদের মৃত এনায়েত মৃধার ছেলে তরিকুল। দুজনই গাজীপুর কোনাবাড়ী আমবাগে ভাড়া বাসায় থাকতেন।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস্ অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ মিয়া জানান, র্যাব-১ এর একটি দল মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি এসি বাসে যাত্রী বেশে কক্সবাজার হতে দুজন ইয়াবা নিয়ে ঢাকা ময়মনসিংহ রোড দিয়ে টঙ্গী এলাকায় যাচ্ছে।
বিজ্ঞাপন
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে দলটি রাজধানীর বিমানবন্দর থানাধীন ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে বিমানবন্দর বাসস্ট্যান্ড সংলগ্ন ফুট ওভারব্রিজের নিচে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে দুজনকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, পাকস্থলীতে ইয়াবা বহন করছেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য তাদের উত্তরার একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্সরে পরীক্ষা করা হয়। এক্সরে পরীক্ষায় এবং ডাক্তারের রিপোর্টে গ্রেপ্তারদের পাকস্থলীতে ইয়াবার প্যাকেটের অস্তিত্ব ধরা পড়ে।
ইয়াবার অস্তিত্ব নিশ্চিত হওয়ার পর গ্রেপ্তারদের ডাক্তারের তত্ত্বাবধানে তাদের পেট থেকে ৪ হাজার ৯৮০ পিস ইয়াবা বের করা হয়।
জেইউ/এমএ