জলবায়ু অর্থায়নে আন্তর্জাতিক অঙ্গীকার পূরণের আহ্বান
প্যারিস চুক্তিসহ বিভিন্ন বহুপাক্ষিক প্রক্রিয়ার অধীনে জলবায়ু অর্থায়ন এবং প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে উন্নত দেশগুলোর আন্তর্জাতিক অঙ্গীকার পূরণের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
গতকাল রাজধানীর একটি হোটেল ক্লাইমেট অ্যাকশন ফোরামের এক সেমিনারে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান প্রতিমন্ত্রী।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রতিমন্ত্রী তার বক্তব্যে একটি সবুজ অর্থনীতিতে ন্যায্য রূপান্তরের জন্য অর্থায়ন, প্রযুক্তি এবং উদ্ভাবনকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে জোর দেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার সবুজ প্রবৃদ্ধি বৃদ্ধির মাধ্যমে একটি ন্যায্য পরিবর্তনের ওপর ফোকাস জোরদার করেছে।
শাহরিয়ার আলম সরকারের মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনার উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রায় ৪৯ কোটি ডলার বিনিয়োগে সৃষ্ট জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় ৮৫০টিরও বেশি জলবায়ুসহিষ্ণু প্রজেক্টে সহায়তা করেছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের উপরাষ্ট্রদূত থিয়ে উডস্ট্রা বক্তব্য দেন।
এনআই/এনএফ