কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বাংলা একাডেমি এবং একুশে পদকপ্রাপ্ত কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় বিষয়টি জানানো হয়।
বিজ্ঞাপন
শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, কবি আসাদ চৌধুরীর মৃত্যু বাংলা সাহিত্যের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার লেখনী বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ।
রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার কানাডার টরন্টোতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবি আসাদ চৌধুরী। দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
এমএসআই/জেডএস