প্রাইভেট কারের ‘সাইলেন্সার’ পাইপে কোটি টাকার ইয়াবা!
প্রাইভেট কারের ‘সাইলেন্সার’ পাইপে অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারের অভিযোগে মো. আনোয়ার হোসেন (৩২) নামে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৬ অক্টোবর) চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকার সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। এসময় প্রাইভেট কার থেকে ৩২ হাজার ৬৪০ পিস ইয়াবা জব্দ করা হয়। একইসঙ্গে মাদক পরিবহন করা প্রাইভেটকারটি জব্দ করে র্যাব।
বিজ্ঞাপন
আটক আনোয়ারের গ্রামের বাড়ি গাজীপুরের সদর থানা এলাকায়। তার বাবার নাম নুরুল ইসলাম।
র্যাব জানায়, ড্রাইভিং পেশার আড়ালে আটক আনোয়ার ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে তিনি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে এগুলো দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন। শুক্রবার তিনি ইয়াবার একটি চালান নিয়ে কক্সবাজার থেকে গাজীপুর যাচ্ছিলেন। গোপনে তথ্য পেয়ে তাকে চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে আটক করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, আটক যুবকের কাছ থেকে জব্দ ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা। জব্দ হওয়া ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআর/এমএসএ