গণধোলাইয়ের শিকার মিক্সার মেশিন চালক মোফাজ্জেল হোসেন / ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ৪ নম্বর রোডে কংক্রিট মিক্সার মেশিন গাড়ির চাপায় মো. সোহান নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা চালক মোফাজ্জেল হোসেনকে (৪১) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

রোববার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়।

ওই শিশু মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ৪ নম্বর রোডের বি-ব্লকে বাবা-মায়ের সঙ্গে থাকতো। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার গারুভাঙ্গা গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভূঞা। তিনি বলেন, আজ সকাল সোয়া ১০টার দিকে ওই শিশুর বাসার সামনে খেলা করার সময় একটি কংক্রিট মিক্সার মেশিন গাড়ির চাপায় সোহান নামে এক শিশু ঘটনাস্থলে মারা যায়। পরে উত্তেজিত জনতা ওই গাড়ি চালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এবং গাড়িটি (ঢাকা মেট্রো-শ-১৩-১২১৮) পুলিশ হেফাজতে রয়েছে।

তিনি আরও বলেন, শিশুর মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসএএ/এমজে