যাত্রাবাড়ীতে কমিয়ে গুলশানে ওয়াসার পানির দাম বাড়ানোর পক্ষে মন্ত্রী
অঞ্চল ভাগ করে গুলশানে দাম বাড়িয়ে এক হাজার লিটার পানি পঞ্চাশ টাকা করে নির্ধারণ করে দেওয়ার পক্ষে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। অন্যদিকে, যাত্রাবাড়ীর মতো নিম্ন আয়ের মানুষদের বসবাসকারী এলাকায় বিল কমিয়ে দেওয়ার পক্ষেও অবস্থান তার।
রোববার (৮ অক্টোবর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা ওয়াসার ডিএসএল চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মত প্রকাশ করেন।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, আমি বলছি, অঞ্চল ভাগ করে গুলশানে এক হাজার লিটার পানি পঞ্চাশ টাকা করে দেন। আমি গুলশানে থাকি, আমরা পঞ্চাশ টাকা করে দেব। এক হাজার লিটার পানি পঞ্চাশ টাকা হবে, এটা বেশি কিছু না। আপনারা বেশি করে আয় করেন। আর যাত্রাবাড়ীতে, যেখানে নিম্ন আয়ের মানুষ থাকেন, সেখানে কমিয়ে দেন। আমাদের ওয়াসার এমডি এ নিয়ে সেমিনারও করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঢাকা শহরের বাসিন্দাদের সেবা দিতে ঢাকা ওয়াসা ঋণ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন সেখানে পানির গুণগত মান ঠিক থাকতে হবে। দামও যৌক্তিক হতে হবে।
তাজুল ইসলাম বলেন, আমি সচেতনভাবেই বলছি যে, সাবসিডিয়ারি কুড নট বি রাইট প্রসেস (ভর্তুকি সঠিক প্রক্রিয়া হতে পারে না)। সরকার ভর্তুকি কেন দেবে? সরকার তো সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে রাজস্ব সংগ্রহ করছে। এখন যদি ভর্তুকি দিয়ে ফেলি, তাহলে লক্ষ্যে পৌঁছাতে আমাদের যে আরও অনেক প্রকল্প নেওয়া দরকার, আরও অনেক কাজ করা দরকার, অনেক মানুষের জীবনকে সুখ-শান্তিতে পরিপূর্ণ করে দেওয়া দরকার, সেটা করতে পারব না।
আরও পড়ুন
তিনি বলেন, ৩০ টাকা দিয়ে এক বোতল পানি খাই কিন্তু যখনই ওয়াসার দাম দেওয়ার কথা আসবে, তখন এক হাজার লিটারের দাম ১৫-২০ টাকা দিতে পারব না! এ বিষয়ে আমি একমত নই। আপনি তো ১০ টাকা দিয়ে পানি কিনে খেয়ে ফেলেন। এখন যদি বলেন, সবাই তো খায় না। কিন্তু সর্বোচ্চ সংখ্যক মানুষ টাকা দিয়ে পানি কেনে, না হলে এতগুলো পানি ইন্ডাস্ট্রি কীভাবে চলে? প্রতিদিন দেখি, কাভার্ড ভ্যানে করে লাখ লাখ বোতল পানি যাচ্ছে বিভিন্ন জায়গায়।
গ্যাস, বিদ্যুৎ, হোল্ডিংসহ যেকোনো কর রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য দরকার জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, সারা দুনিয়ায় এটা প্রয়োগ করা হয়। যেসব দেশ বেশি রাজস্ব আদায় করতে পারছে, সেসব দেশ বেশি উন্নতি করতে পারছে। ইন্টারনাল রিসোর্স মবিলাইজেশন কী করে হবে? আমি যদি অভ্যন্তরীণ সম্পদ তুলতে না পারি, তাহলে মবিলাইজেশন কী করে করব?
/এসএইচআর/এসএসএইচ/