গত কয়েক দিনের বৃষ্টির দাপট শেষ হলেও সর্বশেষ আবহাওয়া পূর্বাবভাসে বলা হয়েছে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই।

সোমবার (৯ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার (৯ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে মেঘাছন্ন থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

তবে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। এ দিন সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৯৩%। 

আজকের সর্বোচ্চ তাপমাত্রা
৩৪.১ ডিগ্রি সেলসিয়াস
আজকের সর্বনিম্ন তাপমাত্রা 
২৭.৪ ডিগ্রি সেলসিয়াস

আজকের ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা
২৭.২ ডিগ্রি সেলসিয়া্স
আজকের ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা
৩৪.১ ডিগ্রি সেলসিয়াস

এমএসএ