চট্টগ্রামে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া হত্যা মামলার পলাতক আসামি মো. ওসমানকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৮ অক্টোবর) উপজেলার সোনারগাঁও ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওসমান সীতাকুণ্ডের রঙ্গিপাড়া এলাকার আমিনুল হকের ছেলে।
বিজ্ঞাপন
র্যাব জানায়, ভুক্তভোগী ইব্রাহিম (৫৫) স্থানীয় মকবুল রহমান জুট মিলে চাকরি করতেন। ২০১৭ সালের জুলাই মাসে চাকরি থেকে ফেরার পথে তিনি ডাকাত দলের কবলে পড়েন। ডাকাত দলের সদস্যদের তিনি চিনতেন। এ কারণে মকবুলকে ছুরিকাঘাতে হত্যা করে তারা। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। ওই মামলায় পুলিশ অভিযোগপত্র দিলে ওসমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
আরও পড়ুন
বিজ্ঞাপন
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, হত্যা মামলার পলাতক আসামি ওসমানকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
/এমআর/এসএসএইচ/