র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি খুরশিদ হোসেনের স্ত্রী দিলরুবা খুরশিদ বেবি মারা গেছেন।

সোমবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় গুলশানের নিজ বাসভবনে তার মৃত্যু হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, র‍্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনের স্ত্রী দিলরুবা খুরশীদ বেবি মারা গেছেন। 

কমান্ডার মঈন বলেন, দিলরুবা খুরশীদ দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি দুই দফায় বিদেশে চিকিৎসা নিয়েছেন। কিছুদিন আগে তার অস্ত্রোপচার হয়েছে। তিনি ইউনাইটেড হাসপাতালেও চিকিৎসা নিয়েছেন। বেশ কয়েকদিন যাবত তার শারীরিক অবস্থা অবনতির দিকে ছিল।

এমএসি/জেইউ/কেএ