সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব খায়রুল আলম
সচিব পদে পদোন্নতি পেয়েছেন জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম শেখ। পদোন্নতির পর তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ৫ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়।
বিজ্ঞাপন
এসএইচআর/এমএ