ডিএনসিসিতে নিষিদ্ধ হলো ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আয়াত এন্টারপ্রাইজ’
বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে ব্যবহারের উপকরণ সরবরাহ শেষ করার আগেই বিল দাবি করায় আয়াত এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
আজ (মঙ্গলবার) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব।
বিজ্ঞাপন
মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করে আয়াত এন্টারপ্রাইজ নামের এই ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে এক বছরের জন্য নিষিদ্ধ করে অফিস আদেশ জারি করেছেন।
সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে ব্যবহারের জন্য উপকরণ, বেলচা সরবরাহ কাজটি আয়াত এন্টারপ্রাইজ কর্তৃক সম্পূর্ণ কাজ সম্পাদন না করে বিল দাবি করেছে। প্রকৃত ব্যবসায়ী বা ঠিকাদারের আচরণের পরিপন্থী বিষয় এটি। যে কারণে এই ঠিকাদারকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আগামী এক বছরের জন্য কোনো কার্যক্রমে অংশগ্রহণের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা, মহাব্যবস্থাপক (পরিবহন), প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা বরাবর চিঠি পাঠানো হয়েছে।
এএসএস/এনএফ