আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশের তারিখ পরিবর্তন
আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়নের সমাবেশ’ এর তারিখ পরিবর্তন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বুধবার (১১ অক্টোবর) এর পরিবর্তে বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে এই কর্মসূচি পালন করা হবে।
মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আরিফুর রহমান রাসেল।
বিজ্ঞাপন
তিনি জানান, আগামীকাল বুধবার ১১ অক্টোবরের পরিবর্তে বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও সমাবেশে অংশগ্রহণ করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
বিজ্ঞাপন
মো. সাইফুল ইসলাম/এএএ