রাজধানীর রূপনগর থানার বেড়িবাঁধ এলাকায় পিকনিক করতে গিয়ে পানি থেকে মো. শাকিল (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকা-১৬ আসনের এমপি অফিসের সহায়ক ছিলেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে মধ্যরাতে বেড়িবাঁধ এলাকার একটি মাছের ঘেরের পানি থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, তারা কয়েকজন বন্ধু মিলে রাতে ওই মাছের ঘেরের ভেতরে পিকনিক করতে যান। পরে তারা ঘেরের পানিতে গোসল করতে নামেন। তারা পানিতে নামার আগে মদ্যপান করেছিল কিনা বা এখানে অন্য কোন ঘটনা আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাদের সঙ্গে পিকনিকে যাওয়া বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তারা জানিয়েছে গোসল করতে নামার পর তাকে আর খুঁজে পায়নি। 

নিহত শাকিল ঢাকা-১৬ আসনের এমপি অফিসে কাজ করতেন। তার বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানায় এলাকায়। বর্তমানে তিনি বালুর মাঠ বস্তিতে থাকতেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এসএএ/এমএসএ