ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একে একে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন মুনসুরা নামের এক নারী। এদের মধ্যে এক ছেলে ও চার মেয়ে নবজাতক রয়েছে। ভূমিষ্ঠ হওয়া পাঁচ নবজাতকের মধ্যে এক মেয়ে নবজাতকের মৃত্যু হয়েছে। বাকি চারজন এনআইসিইউতে আছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের অবস ও গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুলতানা আফরোজ শিলা।

তিনি বলেন, নরসিংদী থেকে একজন নারী আজ সকালে আমাদের গাইনি বিভাগে ভর্তি হন। এরপর তিনি পাঁচ নবজাতকের জন্ম দেন। এদের মধ্যে এক ছেলে ও চার মেয়ে নবজাতকের জন্ম দেন তিনি। জন্মের সময় এক মেয়ে নবজাতকের মৃত্যু হয়েছে। বাকি চারজনকে এনআইসিইউতে ভর্তি করা হয়েছে। জন্ম দেওয়া ও নারী পর্যবেক্ষণে রয়েছেন।

মানসুরার স্বামী আমির উদ্দিন মামুন জানান, সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেলে পৌঁছানোর পর চিকিৎসকরা মুনসুরাকে ভর্তি করেন। পরে স্বাভাবিক প্রসবে পাঁচ সন্তানের দেন। তবে পাঁচ নবজাতকেরই ওজন খুবই কম। সে কারণে তাদের এনআইসিইউতে রেখেছেন চিকিৎসকরা। তবে সন্তানদের মায়ের অবস্থা ভালো আছে।

তিনি বলেন, আমি পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক। আমি বাচ্চাদের নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। এই বাচ্চাদের লালন-পালনে অনেক খরচ হবে। আমি তা বহন করতে পারব কি না জানি না। তবে বাচ্চাদের লালন-পালন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।

বাচ্চাদের সর্বশেষ অবস্থা জানতে চাইলে এনআইসিইউয়ের আইএমও ডা সাবিহা সুলতানা বলেন, আমাদের এখানে চারটি নবজাতককে পাঠানো হলে আমরা তাদের রিসিভ করি। তবে তাদের ওজন কম হওয়ায় তাদের সবার আশঙ্কাজনক। তারা ২৭ সপ্তাহে ভূমিষ্ঠ হয়েছে। তাদের চারজনেরই শ্বাসকষ্ট রয়েছে। 

এসএএ/কেএ