চট্টগ্রামে সপ্তাহব্যাপী বইমেলা শুরু শনিবার
চট্টগ্রামে বিভাগীয় প্রশাসনের উদ্যোগে শনিবার থেকে (১৪ অক্টোবর) থেকে ২০ অক্টোবর সপ্তাহব্যাপী আয়োজন করা হচ্ছে বইমেলা। নগরের মিউনিসিপাল মডেল স্কুল অ্যান্ড কলেজে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই বইমেলা।
এতে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের খ্যাতনামা প্রকাশনী সংস্থা ৭৫টি স্টলের মাধ্যমে অংশগ্রহণ করবে। এর মধ্যে বাংলা একাডেমিসহ সরকারি প্রকাশনী সংস্থার ১০টি, জাতীয় পর্যায়ের ৪৭টি প্রকাশনী সংস্থা ও চট্টগ্রামের সৃজনশীল প্রকাশক পরিষদ ১৭টি প্রকাশনা সংস্থার স্টল থাকবে।
বিজ্ঞাপন
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১২ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস কনফারেন্সে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ শামীম আলম বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে বইপড়ার আগ্রহ সৃষ্টি করা এবং গবেষকদের সহায়তা ও উৎসাহ প্রদানের মাধ্যমে বইমনস্ক জাতি গঠনের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হচ্ছে। মেলা আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। মেলায় প্রতিদিন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
জানা গেছে, আগামী ১৪ অক্টোবর বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বইমেলার উদ্বোধন করবেন। এছাড়া ২০ অক্টোবর বিকেলে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের থাকবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
বিজ্ঞাপন
এমআর/এসকেডি