রাজধানীর মিরপুর বড়বাগ এলাকা থেকে দশ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি গনি ওরফে ওসমান গনি (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

বুধবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার গনি যশোর চৌগাছার বাকপাড়া গ্রামের মান্নান শেখের ছেলে।

এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ ছানোয়ার হোসেন জানান, গ্রেপ্তার ওসমান গনির বিরুদ্ধে যশোর জেলার কোতয়ালী, চৌগাছা এবং ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় একাধিক খুনসহ  ডাকাতি, দস্যুতা, অস্ত্র আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও চুরিসহ দশটি মামলা রয়েছে। 

এছাড়া ২০১৬ সালের জুন মাসে চাঞ্চল্যকর যশোরের চৌগাছা উপজেলার এসিল্যান্ড অফিসের সার্ভেয়ার জাহাঙ্গীর আলমের বাসায় ডাকাতি ও জাহাঙ্গীর আলমকে খুনের মামলা উল্লেখযোগ্য। 

ওসমান গনি ২০০৭ সাল থেকে দীর্ঘদিন পলাতক থাকার পর ২০১৬ সালে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তীতে আদালত থেকে জামিন নিয়ে পুনরায় তিনি আত্মগোপনে চলে যান। 

জেইউ/এমজে