ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একে একে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। ভূমিষ্ঠ হওয়া পাঁচ নবজাতকের মধ্যে এক নবজাতকের বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে মৃত্যু হয়। রাত ১২দিকে এনআইসিইউতে মারা যায় আরও এক নবজাতক। এ নিয়ে পাঁচ নবজাতকের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।

মৃত ওই নবজাতকের বাবা আমির উদ্দিন মামুন বলেন, জন্মের সময় আমার এক মেয়ে মারা যায়। রাতে আমার আরো এক মেয়ে মারা গেছে। তার মরদেহ নরসিংদীর গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আমি একজন সিএনজিচালক, তাদের এই চিকিৎসার ব্যয় আমি বহন করতে পারছি না। আমি খুব সমস্যায় আছি।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেলে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন এক নারী। নবজাতকদের মধ্যে এক ছেলে ও ৫ মেয়ে। তবে জন্মের সময় এক নবজাতক মারা যায়। পরে ওই চার নবজাতককে এনআইসিইউতে রাখা হয়। এরপর চিকিৎসক জানিয়েছিলেন তাদের তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবারই শ্বাসকষ্ট আছে। ওজন কম হওয়ায় ঝুঁকি বেশি। এর মধ্যে আরো এক নবজাতকের মৃত্যু হয়েছে।

এসএএ/জেডএস