কদমতলীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর কদমতলী উত্তর মুরাদপুর আল আকসা মসজিদ সংলগ্ন একটি বাসা থেকে খাদিজা বেগম (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
কদমতলী থানার উপ-পরিদর্শক জিনাত রেহানা জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। ০
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পারি আজ সকালের দিকে ওই গৃহবধূর সঙ্গে স্বামীর বাক-বিতণ্ডা হয়। পরে স্বামী বাসা থেকে বেরিয়ে গেলে গৃহবধূ ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে। পরে আমাদেরকে সংবাদ দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিজ্ঞাপন
এসএএ/এমএ