এশীয়-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর অংশগ্রহণে অনুষ্ঠেয় ৫৮তম ডিজিসিএ সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছেন আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অরগানাইজেশনের (আইকাও) কাউন্সিল প্রেসিডেন্ট সালভাতোর সাকিতানো।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে তিনি ঢাকায় এসে পৌঁছান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বেবিচক জানিয়েছে, আগামী ১৫ থেকে ১৯ অক্টোবর ঢাকায় প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে তিন দিনব্যাপী ৫৮তম ডিজিসিএ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দিতে আইকাও কাউন্সিল প্রেসিডেন্ট তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন। তাকে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। এই সফরে তিনি  প্রধানমন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।
 
বেবিচক আরও জানায়, ৫৮তম আইকাও ডিজিসিএ সম্মেলনে ৩৬টি দেশ ও ১১টি আন্তর্জাতিক সংগঠনের ৩৩৬ জন দেশি-বিদেশি ডেলিগেট অংশ নেবেন।

এমএসি/এমএ