খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে ড্যাবের মানববন্ধন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
রোববার (১৫ অক্টোবর) দুপুর দুইটার দিকে ১০ মিনিটব্যাপী এই মানববন্ধন করেন তারা।
বিজ্ঞাপন
মানববন্ধনে ড্যাবের হাসপাতাল শাখা, দেবের মহানগর দক্ষিণ শাখা, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল শাখা ও মেন্ডি ডেন্টাল কলেজ শাখার নেতারা উপস্থিত ছিলেন। এসময় তারা খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর দাবিতে মানববন্ধন করেন।
এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, হাসপাতালে ড্যাবের ব্যানারে খালেদা জিয়ার মুক্তির ও বিদেশে উন্নত চিকিৎসার জন্য একটি মানববন্ধন করা হয়েছে। তবে তারা আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেননি এবং এ বিষয়ে আমাদের জানাননি। কে বা কারা হঠাৎ অনুমতি ছাড়া এখানে মানববন্ধন করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
এসএএ/কেএ