প্রকল্পের অর্থ আত্মসাৎ
মৎস্য কর্মকর্তা আশিকুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু
অর্থ আত্মসাৎ এবং স্বজনপ্রীতির অভিযোগে মৎস্য কর্মকর্তা ও দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক এসএম আশিকুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দম কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয় থেকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (১৫ অক্টোবর) ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
অভিযোগ সূত্রে জানা যায়, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণের উদ্দেশ্যে ২০১৮ সালে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পের আওতায় ২০১৮ সাল থেকে গোপালগঞ্জসহ আশপাশের ১০টি জেলার ৪৯টি উপজেলার প্রতিটি ইউনিয়নে ১০টি করে কমিটি করা হয়। এরপর কমিটির সদস্যদের অনেককে চাকরি ও কাজ পাইয়ে দেওয়ার কথা বলে জনপ্রতি ৫ হাজার থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। সদস্য ফি বাবদ বেকার যুবক, মৎস্য চাষি ও মৎস্যজীবীদের কাছ থেকে জনপ্রতি ২৫০ থেকে ৫ হাজার টাকা করে নেওয়া হয়। এভাবে প্রকল্পের আওতাভুক্ত প্রতিটি কমিটি থেকে ১৫ হাজার ৩০ হাজার টাকা আত্মসাৎ করে বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
এছাড়াও তার বিরুদ্ধে ব্যক্তিগত গাড়ি সংশ্লিষ্ট প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছেন বলে জানা গেছে। এ বিষয়ে তার বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
বিজ্ঞাপন
আরএম/জেডএস