রাজধানীর মোহম্মাদপুরের কৃষি মার্কেট আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া দোকানগুলো পুনর্নির্মাণ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। রোববার (১৫ অক্টোবর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

ক্ষতিগ্রস্ত দোকান পুনর্নির্মাণ করতে কাউন্সিলর ও কর্মকর্তাদের সমন্বয়ে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এর আগে এ কমিটির অনুমোদন দিয়ে একটি অফিস আদেশ জারি করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব মাসুদ আলম ছিদ্দিক।

সচিব মাসুদ আলম ছিদ্দিক জানান, এ কমিটি মোহাম্মদপুরের আগুনে ক্ষতিগ্রস্ত মার্কেটের দোকান নিয়ম অনুসরণ করে পুনর্গঠন করবেন। এখানে কমিটির সভাপতি ও সদস্য সচিবের স্বাক্ষরে অর্থ উত্তোলন করে কাজ পরিচালনা করতে বলা হয়েছে। এছাড়া কমিটির প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও স্থায়ী কমিটির সার্বিক সহযোগিতা নিতে হবে। পাশাপাশি অবৈধ দোকানগুলো উচ্ছেদেরও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, মোহাম্মদপুরে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া দোকানগুলো পুনর্নির্মাণে ৭ সদস্যের কমিটির সভাপতি ডিএনসিসির ২৯ ওয়ার্ড কাউন্সিলর সলিমউল্লাহ সলু এবং সদস্য সচিব ডিএনসিসির অঞ্চল ৫ এর নির্বাহী প্রকৌশলী। এছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন, ডিএনসিসি সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহিন আক্তার সাথী, মোহাম্মদপুর মার্কেটের সাধারণ সম্পাদক, ডিএনসিসির অঞ্চল ৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং অঞ্চল ৫ এর সমাজ কল্যাণ কর্মকর্তা।

এএসএস/এসকেডি