মেঘলা থাকবে আকাশ
ফাইল ছবি
আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ২০.৮ ডিগ্রি সেলসিয়াস।
বিজ্ঞাপন
এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় উত্তর/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিমি বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।
বিজ্ঞাপন
ঢাকায় আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ৩১ মিনিট। বুধবার (১৮ অক্টোবর) ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৭ মিনিটে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশের মধ্যে শুধু রাজশাহীর বদলগাছীতে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
জেডএস