শেখ রাসেল দিবস উপলক্ষে আইসিটি বিভাগের র্যালি অনুষ্ঠিত
শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয় এ প্রতিপাদ্য নিয়ে তৃতীয় বারের মতো দেশব্যাপী শেখ রাসেল দিবস পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র চত্বরে এক র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালির নেতৃত্ব প্রদান করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বিজ্ঞাপন
আইসিটি বিভাগ ও আইসিটি অধিদপ্তরের কর্মকর্তারা ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের শিশু কিশোররা এতে বেলুন, ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিনের নেতৃত্বে আইসিটি টাওয়ারে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আইসিটি বিভাগ ও এর অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশ নেন।
এ দিবসের পালনের মাধ্যমে শেখ রাসেলের বেড়ে উঠা, মানবিকতা, উদারতা, অতিথি পরায়নতা ও তার প্রাণবন্ত শৈশব প্রত্যেক শিশুর কাছে তুলে ধরতে এবং প্রতিটি শিশুকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই আয়োজনের মূল লক্ষ্য।
ওএফএ/এমএসএ