সিঙ্গাপুরে রাষ্ট্রপতির সফল অস্ত্রোপচার
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। একইসঙ্গে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবন সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
এদিন সকালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাইপাস সার্জারি করা হয়। বর্তমানে তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিটে ডাক্তারের নিবিড় পরিচর্যায় আছেন।
নিজের দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীসহ সবার দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি।
বিজ্ঞাপন
এমএইচএন/এমজে