রামপুরায় বাসের ধাক্কায় মিস্ত্রি নিহত
রাজধানীর রামপুরায় আকাশ পরিবহনের ধাক্কায় মো. রোকন (৪৮) নামে এক সেনেটারি মিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটির চালক জনিকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে বাসটি জব্দ করা হয়।
বুধবার (১৮ অক্টোবর) বিকেলে রামপুরা থানার আবুল হোটেলের সামনে দুর্ঘটনার শিকার হন তিনি। ওই দিন রাতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানা উপ-পরিদর্শক এসআই মো. আল আমিন খালাসী। তিনি বলেন, বুধবার বিকালে আবুল হোটেলের সামনে আকাশ পরিবহনের ধাক্কায় রোকন নামে এক ব্যক্তি আহত হন। পরে গুরুতর অবস্থায় ওই ব্যক্তিকে আলাউদ্দিন নামে এক পথচারী মুগদা মেডিকেলে নিয়ে যান। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় রোকন নামে ওই ব্যক্তি মারা যান। তিনি পেশায় একজন সেনেটারি মিস্ত্রি ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, এই ঘটনায় আকাশ পরিবহনের চালক জনিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার রামপুরা থানায় একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে।
নিহত রোকন রাজধানীর ভাটারা থানার খিলবাড়িতে পানির পাম্প এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানা এলাকায়। মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এসএএ/এমএসএ