বিলুপ্ত ইউপির ১৩ গ্রাম পুলিশকে চাকরি দিল ডিএনসিসি
ঢাকার বিলুপ্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) গ্রাম পুলিশের ১৩ সদস্যকে চাকরি দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। শুক্রবার (২০ আগস্ট) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এই বিষয়ে একটি অফিস আদেশ জারি করেন।
বিজ্ঞাপন
সচিব মাসুদ আলম ছিদ্দিক জানান, বিলুপ্ত ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের মধ্যে থেকে ১৩ জন সদস্যকে ডিএনসিসির নিরাপত্তা, ভান্ডার ও ক্রয়, বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিভাগে নিয়োজিত করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এই ১৩ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে নিরাপত্তা পরিদর্শক হিসেবে একজন, অঞ্চল ৮ কার্যালয়ে ২ জন, অঞ্চল ৫ এ ২ জন, ভান্ডার ও ক্রয় বিভাগে ২ জন, অঞ্চল ৪ এ ২ জন এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে ২ জনকে নিয়োজিত করেছে ডিএনসিসি।
বিজ্ঞাপন
এএসএস/এসকেডি