কূটনীতিকদের নিয়ে ‘মুজিব : একটি জাতির রূপকার’ দেখলেন মোমেন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দেশি এবং ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের নিয়ে ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্র দেখেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার (২১ অক্টোবর) মহাখালী এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে ‘মুজিব-একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি কূটনীতিকদের জন্য দেখার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
চলচ্চিত্রটি দেখা শেষে সাংবাদিকদের সঙ্গে অনুভূতি প্রকাশ করেন ড. মোমেন। তিনি বলেন, বিদেশিদের ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি দেখা উচিত। তাহলে বাংলাদেশ কী, সে সম্পর্কে তারা জানতে পারবেন।
মোমেন বলেন, বিদেশিরা যদি এ চলচ্চিত্রটি দেখেন আমাদের বঞ্চনা ও স্বপ্নের কথা তারা বুঝতে পারবেন। কত ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেটি এই চলচ্চিত্রে নির্মোহভাবে তুলে ধরা হয়েছে। ইতিহাসের সত্য ঘটনা এই চলচ্চিত্রে ফুটে উঠেছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমাদের নতুন প্রজন্মের সবার এই চলচ্চিত্রটি দেখা উচিত। এতে তারা দেশের ইতিহাস সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে।
এ সময় পররাষ্ট্র-সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।
এনআই/এসকেডি