আগামী মা‌সের শুরু‌তে সৌদি আরবের জেদ্দায় নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন বস‌ছে। ওই স‌ম্মেল‌নে যোগ দি‌তে বাংলা‌দে‌শের প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে আমন্ত্রণ ক‌রে‌ছে দেশটি। স‌ম্মেল‌নে যোগ দি‌তে আগামী ৬ ন‌ভেম্বর সৌ‌দি‌তে যাওয়ার সম্ভাবনা র‌য়ে‌ছে সরকারপ্রধা‌নের।

কূট‌নৈ‌তিক সূত্রগু‌লো থে‌কে এসব তথ‌্য জা‌না গে‌ছে। ঢাকার এক‌টি কূট‌নৈ‌তিক সূত্র জানায়, ফিল‌স্তি‌ন ইস্যুতে গত বৃহস্পতিবার গণভব‌নে ঢাকায় নিযুক্ত ইসলামী সহ‌যোগী সংস্থার (ওআইসি) দূত‌দের নি‌য়ে বৈঠ‌ক ক‌রেন প্রধানমন্ত্রী। 

বৈঠ‌কে যোগ দি‌তে এসে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসেপ আল দুহাইলান প্রধানমন্ত্রী‌কে আগামী ৬ থে‌কে ৮ ন‌ভেম্বর জেদ্দায় অনু‌ষ্ঠেয় স‌ম্মেল‌নে যোগ দি‌তে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। সরকারপ্রধান স‌ম্মেল‌নে যাওয়ার বিষ‌য়ে সম্ম‌তি জা‌নি‌য়ে‌ছেন।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক‌টি সূত্র বল‌ছে, ওই স‌ম্মেল‌নে যোগ দি‌তে আগামী ৬ ন‌ভেম্বর জেদ্দায় যে‌তে পা‌রেন প্রধানমন্ত্রী।

জান‌তে চাইলে মন্ত্রণাল‌য়ের এক দায়িত্বশীল কর্মকর্তা ব‌লেন, এ বিষয়ে আমা‌দের কা‌ছে এখনও চূড়ান্ত কাগজপত্র আসেনি।

এনআই/এসকেডি