জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের আনন্দের উপলক্ষ্য নিয়ে এসেছে। হিন্দু ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে শারদীয় দুর্গাপূজা সারাদেশে উদযাপন হবে।

রোববার (২২ অক্টোবর) পীরগঞ্জ উপজেলা পরিষদের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন স্পিকার।

তিনি বলেন, পীরগঞ্জের ১০৪টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। আনন্দপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় স্পিকার তার ব্যক্তিগত তহবিল থেকে এসব মণ্ডপে নগদ অর্থ সহায়তা দেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জি.আর (চাল) ডিও বিতরণ করেন।

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল ইসলাম পিন্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা আলম রিনা ও উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের হাসান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসআর/এমজে