বিদায় নিলেন দুদকের পিআরও আরিফ সাদেক
আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের প্রধান পিআরও মুহাম্মদ আরিফ সাদেক।
সোমবার (২৩ অক্টোবর) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে শেষ কর্মদিবস শেষে তাকে বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক দেওয়া হয়।
বিজ্ঞাপন
এ দুদক সচিব মো. মাহবুব হোসেন, মহাপরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও আকতার হোসেনসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিদায় অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া চান মুহাম্মদ আরিফ সাদেক।
এদিকে, আরিফ সাদেকের স্থলে সংস্থাটির জনসংযোগ বিভাগের প্রধান পিআরও হিসাবে দায়িত্ব পালন করবেন তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার মো. আকতারুল ইসলাম।
বিজ্ঞাপন
গত ১৪ সেপ্টেম্বর জনপ্রশাসন বিভাগ থেকে মো. আকতারুলকে নিয়োগ দেওয়া হয়। আর মুহাম্মদ আরিফ সাদেককে তথ্য মন্ত্রণালয়ে বদলি করা হয় বলে জানা গেছে।
আরএম/কেএ