আজ বিজয়া দশমী। সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনের শারদীয় উৎসবের শেষ দিন। আজকের দিনে দেবী দুর্গাকে বিসর্জন করা হবে। আরাধোনাকারীদের চোখের জলে ভাসিয়ে দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে ফিরে যাবেন কৈলাসে। আর তাইতো মণ্ডপে মণ্ডপে বাজছে বিষাদের সুর। 

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়েছে দশমী বিহিতপূজা শুরু। পূজা শেষে দর্পণ-বিসর্জন দেওয়া হবে। বিজয়া দশমীতেই দুর্গা কৈলাসে গমন করেন, তাই মা দুর্গাকে বিদায় জানাতে সিঁদুর খেলায় মেতে উঠবেন ভক্তরা।

মা দুর্গা চলে যাওয়ার এই মুহূর্তে ভক্তদের মধ্যে বিদায়ের কষ্ট দেখা যায়। এছাড়া অনেক ভক্তদের চোখে থাকবে বেদনার জল। দেবী মার বিদায়ের সময় বিদায়ের সুর বাজবে ঢাক ও শঙ্খের ধ্বনিতে।

জানা গেছে, বিজয়া দশমীর যাত্রা শেষে আজ দেবী দুর্গার প্রতিমা বিসর্জন করা হবে জলে। বিভিন্ন মণ্ডপের প্রতিমার বিসর্জন দুপুর থেকে বিকেলের মধ্যে হয়ে যাবে। আবার অনেক মণ্ডপের প্রতিমার বিসর্জন আজ রাতে করা হবে।

সনাতনী শাস্ত্র অনুযায়ী আরও জানা যায়, এবার দেবী দুর্গার আগমন ঘোটকে অর্থাৎ ঘোড়ায়। শাস্ত্র মতে যার ফল খুব একটা শুভ নয়। শাস্ত্র অনুযায়ী দেবীর ঘোড়ায় ছত্রভঙ্গের ইঙ্গিত দেয়। এছাড়া দেবীর গমনও রয়েছে ঘোটকে। যার ফলও শুভ বার্তা দিচ্ছে না।

এমএসি/কেএ