পটুয়াখালী-১ আসনের উপনির্বাচন নিয়ে বৈঠকে ইসি
পটুয়াখালী-১ শূন্য আসনের উপনির্বাচন নির্বাচন নিয়ে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের এই সভা থেকেই উপ-নির্বাচনের তফসিল হতে পারে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। এতে অন্য চার নির্বাচন কমিশনারও উপস্থিত থাকার কথা রয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে কমিশনের ২৫তম সভা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
সভার আলোচ্যসূচিতে বলা হয়েছে, (ক) একাদশ জাতীয় সংসদের ১১১ পটুয়াখালী-১ নির্বাচনী এলাকার শূন্য আসনের নির্বাচন ও তফসিল ঘোষণা সংক্রান্ত; এবং (খ) বিবিধ। সভায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে শাহজাহান মিয়া স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিজ্ঞাপন
শাহজাহান মিয়া ১৯৪০ সালের ১৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সাল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে সপ্তম, ২০০৮ সালে নবম ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০৮ সালের নবম জাতীয় সংসদে সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।
এসআর/এসএম