ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) অধিভুক্ত হওয়া নতুন ১৮টি ওয়ার্ডে পরিকল্পিতভাবে খেলার মাঠ তৈরি করা হবে বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২৫ অক্টোবর) রাজধানীর ডেমরা এলাকায় মেন্দিপুর খেলার মাঠ পরিদর্শন শেষে তিনি এ পরিকল্পনার কথা জানান।

মেয়র তাপস বলেন, নির্বাচনী ইশতেহারেই আমি বলেছিলাম, ছোট হোক বা বড় হোক প্রতিটি ওয়ার্ডেই ন্যূনতম একটি করে খেলার মাঠ, উদ্যান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে। সে প্রেক্ষিতে আমরা অনেক জায়গা দখলমুক্ত করে ১০টি ওয়ার্ডে নতুন করে খেলার মাঠ সৃষ্টি করেছি।

তিনি আরও বলেন, আজকে আমরা যে ৭০ নম্বর ওয়ার্ডে এসেছি সেটি এর আগে ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত ছিল। নতুন যে ১৮টি ওয়ার্ড সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে ৭০ নম্বরে ওয়ার্ড তারই একটি। নতুন এই ১৮টি ওয়ার্ডে পরিকল্পিতভাবে খেলার মাঠ সৃষ্টি করা হবে।

এর আগে মেয়র তাপস নীলক্ষেত ওয়াসা গলিতে মরিয়ম বিবি শাহী মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন এবং ইত্তেফাক ভবন নিকটবর্তী টিকাটুলি বাস স্টপেজ এবং হাটখোলা মন্দিরের বিপরীত পার্শ্বে অবস্থিত সংবাদপত্র বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, ২ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জো, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী বোরহান উদ্দিন, ৭০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।

এএসএস/এমজে