আগুনে অসুস্থ ৪ জন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে
রাজধানীর মহাখালীর ১৪ তলাবিশিষ্ট খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে প্রথমে দুজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তারা হলেন- সৈয়দ মেহেদী হাসান (২৭) ও কাজী তাহাসিন রাকিব (২৩)। পরে এইচ এম আব্দুস সবুর (৪৫) ও রফিকুল ইসলাম (৪৫) নামে আরও দুজনকে হাসপাতালে আনা হয়।
বিজ্ঞাপন
মেহেদী হাসানের বাবা সৈয়দ আক্তার সিরাজী বলেন, আমার ছেলে খাজা টাওয়ারের নয় তলায় একটি বেসরকারি ইন্টারনেট প্রোভাইডার কোম্পানিতে চাকরি করে। সে একজন বিএসসি ইঞ্জিনিয়ার। আগুন লাগার পর সে নয় তলা থেকে নিচে নামার চেষ্টা করে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাত ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তার শরীরে বার্ন নাই কিন্তু ধোয়ায় সে অসুস্থ হয়ে পড়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কাজী তাহসিন রাকিবের চাচাতো ভাই আব্দুল হালিম বলেন, সেও খাজা টাওয়ারের একটি অফিসে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে। আগুনের ঘটনায় সে নামতে গিয়ে ধোয়ায় অসুস্থ হয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, মহাখালীর অগ্নিকাণ্ডের ঘটনায় জরুরি বিভাগে দুইজন চিকিৎসাধীন আছেন। তাদেরকে অক্সিজেন এবং স্যালাইন দেওয়া হচ্ছে। তবে তাদের শরীরে বার্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করছি তারা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছে।
তবে এখনই কিছু বলা যাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।
এসএএ/এমজে