হাটহাজারী থানা

চট্টগ্রামের পটিয়া ও হাটহাজারী থানায় হেফাজতের হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ এপ্রিল) পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার ঢাকা পোস্টকে বলেন, সিসি ক্যামেরার ‍ফুটেজ দেখে হামলার সঙ্গে সম্পৃক্ততা পেয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলার কচুয়াই, জিরিও শোভনদন্ডী ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। ভিডিও ফুটেজে আরও যাদের শনাক্ত করা হয়েছে, তাদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

গ্রেফতাররা হলেন, জসীম উদ্দিন (৪২), খোরশেদ আলম (৪৫), ইমতিয়াজ হোসেন (৪০), আজিজুল ইসলাম (৪৫) ও মো. বেলাল (৩৫)।

২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে পটিয়ায় মিছিল করেন হেফাজতের নেতাকর্মীরা। এসময় তারা পটিয়া থানায় হামলা করেন। এ ঘটনায় পটিয়া থানায় পুলিশের পক্ষ থেকে অজ্ঞাতনামা পাঁচশ থেকে ছয়শ মাদরাসা শিক্ষার্থীকে আসামি করা হয়। 

এদিকে, শুক্রবার দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে হাটহাজারী থানা পুলিশ। গ্রেফতাররা হলেন, কামরুল ইসলাম (৪৪), মারুফ (২৮) মো. হাসান (২৫) ও মোজাম্মেল হক (২৩)। সবাইকে ভিডিও ফুটেজ দেখে শনাক্তের পর গ্রেফতার করা হয় বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 

গত ২৬ মার্চ হাটাহাজারীতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, থানা ভবনে হামলা, ভূমি অফিসে ভাঙচুর, ডাকবাংলোয় আগুন দেওয়ার ঘটনায় ৩১ মার্চ ছয়টি মামলা দায়ের করা হয়। এতে আড়াই হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়। এর আগে বৃহস্পতিবার চারজনকে গ্রেফতার করেছিল হাটহাজারী থানা পুলিশ।

কেএম/আরএইচ